Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১। মূল কর্মসূচী (আবর্তক কৃষি ঋণ কর্মসূচী)

২। বীর মুক্তিযোদ্ধা ঋণ কর্মসূচী

৩। মহিলা উন্নয়ন অনুবিভাগ(মউ)

৪। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)

৫। পল্লী প্রগতি কর্মসূচী (পপ্রক)

৬। গুচ্ছগ্রাম ঋণ সহায়তা কর্মসূচী

৭। অপ্রধান শস্য প্রকল্প

৮। অংশীদারিত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল (পিআরডিপি-৩)

এছাড়াও সূফলভোগীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা;
নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ, সন্ত্রাস  যোঙ্গিবাদ ও মাদক রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা
সৃষ্টিতে সহায়তা;
সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;
বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা;
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;
গ্রামীন দরিদ্র মানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈকিত
উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ।
পিআরডিপি-৩ এর মাধ্যমে গ্রামের অব্যবহারযোগ্য রাস্তাঘাট উন্নয়ন,ড্রেন নির্মাণ করে গ্রামিন জনগনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়।